সৌদিতে আবারও ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

Loading...

সৌদিতে আবারও ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবে অভিযান চালিয়ে ২০ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১২ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের গ্রেপ্তার করেছে। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন মেনে চলা নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়েছে।

Loading...

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সাত দিনের অভিযানে ২০ হাজার ১৫৯জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ১১ হাজার ৩০২ জনকে আবাসিক আইন লঙ্ঘনের অভিযোগে, ৫ হাজার ৬৫২ জনকে নিরাপত্তা লঙ্ঘন এবং ৩ হাজার ২০৫ জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৮৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদের মধ্যে ৩৩ শতাংশ ইয়েমেনি, ৬৫ শতাংশ ইথিওপিয়ান এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক রয়েছেন। একই সময়ে সৌদি আরব থেকে অবৈধভাবে পালিয়ে যাওয়ার সময়ে ১১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় এবং নিয়োগের সঙ্গে জড়িত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Loading...

এছাড়া সৌদি আরবে বর্তমানে ২৬ হাজার ৪১১ জন পুরুষ এবং দুই হাজার ৬১৯ জন নারীসহ মোট ২৯ হাজার ৫৪০ জন প্রবাসীকে বর্তমানে আইনি প্রক্রিয়ার বিভিন্ন ধাপের মধ্যে রয়েছেন।

এর আগে চলতি মাসের শুরুতে অভিযান চালিয়ে ২০ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব। তখন সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণায় ৫ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত অভিযান চালিয়ে ১৯ হাজার ৮৩১ জনকে গ্রেপ্তার করেছিল।

itvbd

Loading...

Loading