আইফোন-১৬-সিরিজ-বিক্রিতে-কেন-হতাশ-অ্যাপল

Loading...

আইফোন-১৬-সিরিজ-বিক্রিতে-কেন-হতাশ-অ্যাপল

মোবাইল ফোন ব্যবহারে যাঁরা বিলাসিতা বা নিরাপত্তা খোঁজেন, তাঁদের প্রথম পছন্দ আইফোন। সময়ের সঙ্গে সঙ্গে অ্যাপল তাদের প্রতিটি ফোনসেটে নতুন ফিচার যোগ করেছে।

এ ছাড়া স্মার্ট ডিজাইন ও টেকসই বডির জন্য আইফোনের বিকল্প কম খোঁজেন গ্রাহকেরা। কিন্তু বিশ্ববাজারে এই মোবাইল ফোনের চাহিদা আগের তুলনায় কমেছে।

কাতারের সব আপডেট পেতে জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে

Loading...

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, আইফোনের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংযোজন ফাইভ-জি সুবিধা। এ সুবিধা অ্যাপল শুরু করেছিল আহফোন ১২ সিরিজ দিয়ে।

পরবর্তী সময়ে ক্যামেরা থেকে শুরু করে স্ক্রিনের আকার বড় করাসহ ডিজাইনে কিছুটা পরিবর্তন ও পরিমার্জন এনেছিল অ্যাপল। সে প্রভাব আছে আইফোন ১৬-তেও। ধারণা করা হচ্ছে, এই বৈচিত্রাহীনতাই আইফোন ১৬ বিজিতে বড় ধাক্কা দিয়েছে।

অথচ প্রতিষ্ঠানটির প্রত্যাশা ছিল, নতুন এআই প্রযুক্তি সংযোজনের কারণে ১৬ সিরিজের প্রতি আগ্রহ বাড়বে গ্রাহকদের। এর সঙ্গে বাড়বে ব্যবসাও। কিন্তু নতুন এই সিরিজের বিক্রি হতাশ করেছে প্রতিষ্ঠানটিকে।

Loading...

লস অ্যাঞ্জেলেসের আর্থিক নিরাপত্তা প্রতিষ্ঠান ওয়ে ডবুশের বিশ্লেষক ড্যান আইভস আগেই জানিয়েছিলেন, প্রথম সপ্তাহে আইফোন ১৬ প্রো বিক্রি হবে ৪ কোটির মতো। কিন্তু ফ্রি সেল শুরুর প্রথম সপ্তাহে আইফোন ১৬ বি০ি হয় ৩ কোটি ৭০ লাখ ইউনিট।

গত বছরের চেয়ে ঘা কমেছে ১২ শতাংশ। ডিএফ ইন্টারন্যাশনাল সিকিউরিটিজের অ্যাপল বিশ্লেষক মিং চি কুও জানিয়েছেন, আইফোন ১৬ প্রোর চাহিদা কমার অন্যতম কারণ বেশি দাম নির্ধারণ।

এদিকে সিএফআরএ রিসার্চ জানিয়েছিল, প্রথম সপ্তাহে আইফোনের নতুন এই সিরিজ বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়বে। শেষ পর্যন্ত তাই হয়েছে।

আইফোন ১৬ সিরিজের ৪টি মডেল বাজারে এনেছে অ্যাপল। মধ্যে তুলনামূলক কম দামে পাওয়া প্রথম দুটি সিরিজ ১৬ ও ১৬ প্লাসের প্রতি গ্রাহকদের আগ্রহ বেশি।

কাতারে চাকরি খুঁজছেন? এখানে দেখুন চাকরির খবর

Loading...

কারণ, ১৬ প্রো বা ১৬ প্রো ম্যাক্সের সঙ্গে আগের দুটির তেমন পার্থক্য খুঁজে পাচ্ছেন না গ্রাহকেরা। তাই চাহিদা আর বাজেটের বিষয়টি বিবেচনা করে এবারের আইফোন কিনছেন তাঁরা, যা গড় বিক্রিতে নেতিবাচক প্রভাব ফেলে।

বিশ্লেষক কৃওর দেওয়া তথ্যমতে, প্রি-সেলে প্রথম সপ্তাহে ৯৮ লাখ আইফোন ১৬ প্রো মডেল এবং ১ কোটি ৭১ লাখ প্রো ম্যাক্স মডেল বিক্রি করেছে, যা গত বছরের তুলনায় যথাক্রমে ২৭ ও ১৬ শতাংশ কম।

অন্যদিকে আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাসের বিজিত ১৫ মডেলের তুলনায় কিছুটা বেড়েছে।

আজকের পত্রিকা

Loading...

Loading